ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঘুম থেকে উঠেই দেখল মা-বাবার ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
ঘুম থেকে উঠেই দেখল মা-বাবার ঝুলন্ত মরদেহ সন্তান ও স্বজনদের আহাজারি। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) সকালে উপজেলার নরপতি গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।

মরদেহগুলো উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের আবদুর রউফ (৩৮) ও তার স্ত্রী আলেয়া আক্তারের (২৬)।
 
আবদুর রউফ রিকশাচালক ছিলেন। আলেয়া মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজ করতেন। সম্প্রতি দেশে ফিরেছেন। পরিবারে আট বছর ও চার বছর বয়সী দু’টি শিশু সন্তান রয়েছে।
 
আবদুর রউফ ও আলেয়া আক্তার দম্পতি গ্রামে একটি বাড়িতে বাস করতেন। বৃহস্পতিবার রাতে তারা ঘরেই ছিলেন। শুক্রবার সকালে তাদের দুই সন্তান রায়হান ও ফরহাদ ঘুম থেকে উঠে দেখতে পায়, ঘরের আড়ার সঙ্গে এক রশিতে তাদের মা-বাবা ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ এসে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি দুপুরে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 
এ ঘটনায় দুইটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহগুলো দেখার জন্য বাড়িতে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা।
 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বাংলানিউজকে বলেন, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।