হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) সকালে উপজেলার নরপতি গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।
আবদুর রউফ রিকশাচালক ছিলেন। আলেয়া মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজ করতেন। সম্প্রতি দেশে ফিরেছেন। পরিবারে আট বছর ও চার বছর বয়সী দু’টি শিশু সন্তান রয়েছে।
আবদুর রউফ ও আলেয়া আক্তার দম্পতি গ্রামে একটি বাড়িতে বাস করতেন। বৃহস্পতিবার রাতে তারা ঘরেই ছিলেন। শুক্রবার সকালে তাদের দুই সন্তান রায়হান ও ফরহাদ ঘুম থেকে উঠে দেখতে পায়, ঘরের আড়ার সঙ্গে এক রশিতে তাদের মা-বাবা ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ এসে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি দুপুরে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় দুইটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহগুলো দেখার জন্য বাড়িতে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বাংলানিউজকে বলেন, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
আরএ