ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়

ঢাকা: জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে ধর্মঘট ডেকেছে বাস-ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও এদিন থেকে অনির্দিষ্টকালের জন্য এসব পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শুক্রবার গণপরিবহন বন্ধ থাকার কারণে রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে চাকরির পরীক্ষা দিতে আসা মানুষগুলো বাড়ি ফিরতে ভিড় করছেন কমলাপুর রেলস্টেশনে।

গাজীপুর থেকে আসা প্রশান্ত বলেন, গণপরিবহন না থাকায় এখন কমলাপুর রেলস্টেশনে এসেছি। কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছি না। প্রচুর ভিড়।  

নিশান নামে এক পরীক্ষার্থীর সঙ্গে কথা হলে তিনি বলেন, রাজশাহী যাবো, কিন্তু গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখি সব বাস বন্ধ। তাই কমলাপুর রেলস্টেশনে টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে আছি।

আব্দুর রহিম নামে আরেক শিক্ষার্থী বলেন, হঠাৎ সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় মালিক সমিতি বাস বন্ধ করে দিয়েছে, এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। পরীক্ষা শেষে বাড়ি ফিরবো এখন দেখি সব গণপরিবহন বন্ধ। তাই বাধ্য হয়ে ট্রেনে করেই নোয়াখালী যেতে হবে। কিন্তু এসে টিকিট পাচ্ছি না। দাঁড়িয়ে আছি, টিকিট পেলে বাড়ি ফিরতে পারবো।

রাজধানীতে গণপরিবহন না থাকায় রাস্তাঘাট ফাঁকা।

গণপরিবহন বন্ধ থাকায় রাস্তার পাশে পার্কিং করে রেখেছে বাসগুলো।

গণপরিবহন না থাকায় রাজধানীর সড়কগুলোতে রাজত্ব করছে রিকশা।

গণপরিবহন বন্ধ থাকায় বাড়তি ভাড়া গুনছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

এদিকে বাস বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়ায় যাত্রী বহন করছেন মোটরসাইকেল চালকরা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।