ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে আগুনে পুড়লো ৮ বসতবাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
রাঙামাটিতে আগুনে পুড়লো ৮ বসতবাড়ি

রাঙামাটি: রাঙামাটিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে শহরের পোস্টকলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পোস্টকলোনী এলাকার রফিকের বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন চারদিক ছড়িয়ে পড়লে ওই এলাকার আটটি ঘর পুড়ে যায়। তবে দমকল বাহিনী সঠিক সময়ে না আসলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতো।

অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কাঁচাঘর হওয়ায় ৮টি ঘর তাৎক্ষণিক ভাবে পুড়ে গেছে।

তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘন্টা, ০৫ নভেম্বর, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।