ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
সিলেটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

সিলেট: সিলেট কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি সদস্য আব্দুস সালামের (৬২)মৃত্যু হয়েছে।  

শুক্রবার (০৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেটের ডিআইজি প্রিজন মো. কামাল আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (০৪ নভেম্বর) মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি সদস্য বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হলে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, হুজি সদস্যের বার্ধক্য জনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। ডায়বেটিস নীল হওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

কারাগার সূত্র জানায়, মারা যাওয়া হুজি সদস্যের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কারাগার সূত্রে প্রাপ্ত তথ্যে, কয়েদী নং ৬৭/এ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হুজি সদস্য মাওলানা শেখ আব্দুস সালাম বগুড়ার ধুনট উপজেলার পেঁচিবাড়ি গ্রামের মৃত শেখ মাজাহার আলী। তার বর্তমান ঠিকানা বগুড়া শেরপুরের হামছায়াপুরে।

মাওলানা শেখ আব্দুস সালামের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের বিস্ফোরক আইনের ৩, ৪ ও ৬ ধারায় ট্রাইব্যুনাল মামলা রয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে দুটি মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হন ২০১৮ সালের ১০ অক্টোবর।

তাছাড়া হবিগঞ্জ থানায় ২টি মামলা ও সুনামগঞ্জের দিরাই থানার ১টি এবং আরও ৫টিসহ মোট ৮টি মামলা চলমান রয়েছে। অন্য মামলায় হাজিরা শেষে তাকে গত বছরের ৪ অক্টোবর সিলেট কারাগারে আনা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।