ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইসরাফিল হোসেন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ইসরাফিল ওই ইউনিয়নের বিনসাড়া গ্রামের মো. আল-আমিনের ছেলে।  

সগুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইলিয়াস আলী ভূঁইয়া বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ইসরাফিল তার মায়ের সঙ্গে নানার বাড়ি ঈশ্বরপুর গ্রামে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি। পরে বাড়িতে তাকে দীর্ঘসময় ধরে না দেখে খোঁজাখুঁজির শুরু করে স্বজনরা। একপর্যায়ে পুকুরটি থেকে আশঙ্কাজনক অবস্থায় ইসরাফিলকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার শিশুটির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।