ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জলবায়ু পরিবর্তনে দেশে নদী ভাঙন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
জলবায়ু পরিবর্তনে দেশে নদী ভাঙন

বরিশাল: ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন জায়গায় নদী ভাঙন হচ্ছে।

যেখান থেকেই আমাদের জানানো হয়, তাৎক্ষণিক ভাঙন রোধে ব্যবস্থা নিই। ’

শুক্রবার (৫ নভেম্বর) কীর্তনখোলার ভাঙনে ক্ষতিগ্রস্ত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিসিসির ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের আহ্বানে এখানে এসেছি। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করছি, নদী ভাঙন রোধে ইতোমধ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে। তবে আগামী বর্ষা মৌসুমে যাতে এখানে ভাঙন না হয় সেজন্য আমরা কাজ করবো। ’

তিনি বলেন, ‘কীর্তনখোলা খরস্রোতা নদী এবং গভীরতাও অনেক বেশি। গত বর্ষা মৌসুমেও এখানে কিছু কাজ করা হয়েছিল। তবে সেই জিও ব্যাগগুলো টেকেনি। এজন্য আমরা চাই পানি কমে গেলে সুন্দর করে কাজটি করবো। ’

স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের রাস্তা সংস্কারের দাবির বিষয়ে তিনি বলেন, ‘সংসদ সদস্য হিসেবে এখানে আমার কিছু করার নেই। এটি বিসিসির দায়িত্ব। উনি (মেয়র) যদি করেন উন্নয়ন হবে, না হলে হবে না। ’

এ সময় তার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলীরাসহ জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।