ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সূবর্ণচরে হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
সূবর্ণচরে হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফরিদ সর্দার (৪৫) নামে হত্যা মামলার এক আসামিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ সর্দার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আলোচিত নোব্বা চোরা হত্যা মামলার আসামি ফরিদ তার বন্ধু চান মিয়াকে নিয়ে স্থানীয় বাংলা বাজারে ইরি ধান কিনতে যান। একপর্যায়ে বাংলা বাজার থেকে তিনি মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করেন।  

পথে তিনি উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা জোব্বা চোরার লোকজন তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ফরিদ সর্দার স্থানীয় নোব্বা চোরা হত্যা মামলার আসামি। শক্রতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।