ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ওসমানী বিমানবন্দরে

জুস মেশিনে মিললো সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
জুস মেশিনে মিললো সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

সোমবার (০৮ নভেম্বর) সকাল ৯টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-২৪৮) থেকে ৩৮ পিসের স্বর্ণের চালানটি জব্দ করা হয়।


 
এ ঘটনায় পরেন্দ্র দাস (৩৬) নামে স্বর্ণের চালান বহণকারী এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি মৌলভীবাজার সদরের আটঘর নাজিরাবাদ গ্রামের নরেশ চন্দ্র দাসের ছেলে।

সিলেট কাস্টমস অ্যাক্সাইজ ও ভ্যাট উপ কমিশনার মো. আল আমিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে ওই যাত্রী দুটি জুস মেশিনের ভেতরে ফিটিং করা অবস্থা থেকে ৩৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। সেই সঙ্গে স্বর্ণের আরও একটি চাকা জব্দ করা হয়েছে। সবগুলো মিলিয়ে ওজন হয়েছে ৬ কেজি ১৪৮ গ্রাম। যার বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকার ওপরে হবে বলেন তিনি।

তিনি বলেন, পরেন্দ্র দাসের পাসপোর্ট নং বিডব্লিউ-০৪৬১২৫৫। এয়ারপোর্টের গ্রিন চ্যানেল অতিক্রমকালে কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। তার কাছে কোনো স্বর্ণ আছে কিনা, জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। পরবর্তীতে তার দেহ ও ব্যাগেজ তল্লাসী করে কার্টুনে  জুসের মেশিন থেকে ৩৮ পিস স্বর্ণ ও ১পিস স্বর্ণের চাকতি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দুবাই থেকে একজন লোক তাকে জুস মেশিন দু’টি বহণ করার জন্য দিয়েছে।

এ নিয়ে দুপুরে ওসমানী বিমানবন্দর লাউঞ্জে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান কাস্টমস কর্মকর্তারা।

ওসমানী বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ
 

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ০৮ , ২০২১ 
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।