ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক সংস্কারের দাবিতে অবরোধ, পুলিশের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
সড়ক সংস্কারের দাবিতে অবরোধ, পুলিশের বাধা

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে বরিশাল বিভাগীয় শহরে যাতায়াতের একমাত্র সহজতম সড়কটির সংস্কার কাজ দ্রুততম সময়ে শেষ করার দাবিতে অবরোধ করেছে এলাকাবাসী।

সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা কুমারখালি এলাকায় সড়ক অবরোধ করে।

এতে পুলিশ বাধা দিয়ে মানববন্ধন পণ্ড করে দেয়। পরে এলাকাবাসী মানববন্ধন করে।

খবর পেয়ে ঝালকাঠির সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে সড়কটির সংস্কার কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে যোগাযোগ স্বাভাবিক হয়।

দীর্ঘদিন ধরে এ সড়কের অচল অবস্থা না কাটায় এ অবরোধ করা হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।

জানা গেছে, গত কয়েক বছর ধরে এ সড়কের বেহাল দশার কারণে রোগীদের বিপাকে পড়তে হচ্ছে। এ সড়কে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ভোগের সঙ্গে যাত্রীদেরকে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এ নিয়ে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, গাড়ি চালক ও যাত্রীরা তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন।  
মাদ্রাসা শিক্ষার্থী মনির হোসেন বলেন, রাস্তার কাজ যথাসময়ে সম্পন্ন না করে আমাদেরকে বিপদে ফেলা হয়েছে। বর্ষায় আমাদের কষ্ট হয়েছে। দ্রুত সড়কটির নির্মাণ কাজ শেষে করে দুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্তি দেওয়া হোক।

স্থানীয় অটোরিকশার চালক ফারুক বলেন, চলাচল করতে গিয়ে প্রায় সময়ই গাড়ির চাকা গর্তে আটকে যায়।

স্থানীয় বাসিন্দা এফ এইচ রিভান বলেন, বৃষ্টির  মৌসুমে পুরো রাস্তা পানি কাদায় একাকার ছিল। যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। কোথাও কোথাও ইজিবাইক, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের চাকা দেবে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা বালী তাইফুর রহমান তূর্য বলেন, নলছিটি-দপদপিয়া-পীর মোয়াজ্জেম সড়কের সংস্কার কাজ জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় এর সুনাম ক্ষুণ্ণ করতেই পরিকল্পিত ভাবে বছরের পর বছর ধরে বন্ধ রাখা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে বারবার যোগাযোগ করলেও তারা পদক্ষেপ নেয় না। যেখানে আমরা প্রতিনিয়ত নেতার সুস্বাস্থ্য  এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করাই, সেখানে এ রাস্তার কারণে প্রতিদিন হাজারো মানুষ তাকে নিয়ে বাজে কথা বলে গালিগালাজ করে। যা আমাদের জন্য মেনে নেওয়া সম্ভব না। তাই সওজের কর্মকর্তাদের অবহেলার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।