ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: ময়মনসিংহে ব্যবসায়ীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: ময়মনসিংহে ব্যবসায়ীদের মানববন্ধন

ময়মনসিংহ: দেশের সর্ববৃহৎ ও স্বনামধন্য শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যার চেষ্টায় জড়িত ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন ময়মনসিংহের ব্যবসায়ীরা।  

সোমবার (৮ অক্টোবর) সকালে নগরীর বড়বাজার এলাকায় সর্বস্তুরের ব্যবসায়ীরা এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন।  

এ সময় বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে হুইপ সামছুল হক ও তার ছেলে শারুন বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার পরিকল্পনা করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  

মানববন্ধনে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের ডিলার ও বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম বাবলু, আব্দুর রউফ, অখিল চন্দ্র ধর, আলহাজ্ব মো: কামাল উদ্দিনসহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।