পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে চার লাখ টাকা মূল্যের একশো গ্রাম হিরোইনসহ জালাল উদ্দিন (২৭) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
আটক মাদকবিক্রেতা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রয়েরমারী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবীর বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে এসে ঈশ্বরদী হয়ে অটোরিকশায় করে পাবনা অভিমুখে যাচ্ছিলেন জালাল উদ্দিন। গোপন খবরের ভিত্তিতে পাকশী পুলিশ জালালের ব্যাগে তল্লাশি করে একশো গ্রাম হেরোইন উদ্ধার করে।
এ ব্যাপারে সোমবার (৮ নভেম্বর) সকালে ঈশ্বরদী থানায় মামলা নথিভুক্ত হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
আরএ