ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: হুইপকে গ্রেপ্তারের দাবি শাহবাগে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: হুইপকে গ্রেপ্তারের দাবি শাহবাগে

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারী জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুনকে গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন আয়োজকদের অন্যতম তুহিন আহমেদ বাংলানিউজকে বলেন, বসুন্ধরার এমডিকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুনের দ্রুত গ্রেপ্তার দাবি করছি। বসুন্ধরার এমডি দেশের স্বার্থে কাজ করছেন। তিনি দুঃসময়ে জনগণের পাশে ছিলেন। হাজারো মানুষের কর্মসংস্থান করেছেন। এমন জনদরদী মানুষকে আমরা হারাতে চাই না। এঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে অংশগ্রহণকারী রাসেল বলেন, বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করছি। পটিয়ার ছেলেকে দিয়ে ছদ্মবেশে এমডিকে হত্যার জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে। আমরা এর পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্রের ফাঁসি চাই।

মানববন্ধন শেষে একই দাবিতে একটি সংক্ষিপ্ত র‌্যালি অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এসকেবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।