ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: খুলনায় বিক্ষোভ ও মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: খুলনায় বিক্ষোভ ও মানববন্ধন

খুলনা: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় মহানগরীর পিকচার প্যালেস মোড়ে প্রথমে মানববন্ধন পরে বিক্ষোভ মিছিল করে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

কর্মসূচির আয়োজন করে খুলনার ব্যবসায়ী সংগঠন ও সচেতন নাগরিক সমাজ।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মফিদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. ইসলাম খান, আবুল হাসান, মেসার্স আব্দুল রাজ্জাক আজিজের স্বত্বাধিকারী মো. আফরোজ, জনতা সিমেন্ট এজেন্সীর পরিচালক মো. সাদিউজ্জামান, সাউথ বেঙ্গলের এজিএম (সেলস) খন্দকার তাজরুল হাসান, বসুন্ধরা সিমেন্ট সেক্টরের খুলনা বিভাগী সেলস ম্যানেজার আব্দুল গোফুর সরকার, বসুন্ধরা সিমেন্ট সেক্টরের এ এস এম  (সেলস) মো. জিয়াউর রহমান, এ এস এম  (সেলস) মুশফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের সদস্য কৌশিক দে বাপী, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, প্রচার সম্পাদক মো: সোলায়মান হোসেন প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রায় ৫ লাখ মানুষের ভাগ্য বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের সাথে জড়িত। এ গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র, মামলা, এমনকি হত্যা চেষ্টার ঘটনায় প্রমাণিত হয় যে দেশবিরোধী একটি চক্র বসুন্ধরা শিল্পগ্রুপের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রতিষ্ঠানের এমডি সায়েম সোবহান আনভীর দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে অবদান রাখছেন। তাকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীরা যত বড় শক্তিশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হোক। বসুন্ধরা গ্রুপ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা দেশ ও জাতির শত্রু। তাদের মুখোশ উন্মোচন করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে ব্যবসায়ী মহল থেকেই ওই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা তাদের বক্তব্যে করোনাকালীন সাংবাদিক প্রণোদনা, হকারসহ গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে ও সামাজিক-মানবিক খাতে বসুন্ধরা এমডির সহায়তার বিষয়টি তুলে ধরেন।

এসব কর্মসূচি থেকে বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। হত্যা চেষ্টার পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুনকে গ্রেফতারের দাবি জানানো হয়। পাশাপাশি আনভীরের নিরাপত্তার জোরদারের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।