ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ১৪ চাঁদাবাজ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
সিদ্ধিরগঞ্জে ১৪ চাঁদাবাজ গ্রেফতার গ্রেফতার চাঁদাবাজরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল থেকে ১৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়র (র‌্যাব-১১)।

সোমবার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

এর আগে, রোববার (৭ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. সিদ্দিক গাজী (৩৫), মোশারফ হোসেন (২৮), আলাউদ্দিন (২০), জনি মিয়া (২২), প্রকাশ চন্দ্র দাস (২১), আমিনুল ইসলাম (২১), মো. তুহিন (১৮), মান্নান (২৫), আমির হোসেন (৩৫), মাহামুদ হাসান বাবু (১৯), ইমরান ইসলাম (২১), বিশাল সিং (২৬), অবিদ মিয়া (৪৪), মো. কবির হোসেন (৫০)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৩ হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু বাংলানিউজকে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতাররা দীর্ঘদিন যাবত শিমরাইল সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে কাইয়ুমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা এলাকায় টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ি চালকদেরকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। তারা প্রতি গাড়ি হতে দৈনিক ২৫০ থেকে ৩০০ টাকা নিতো।

তিনি জানান, চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।