ঢাকা: দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা ও পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গুলশান এলাকাবাসী।
সোমবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশান-২ গোল চত্বর সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি করা হয়।
মানববন্ধন আয়োজন করে গুলশান থানা এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা বৃহত্তর গুলশানবাসী এ ঘটনার প্রতিবাদ জানাই এবং পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
বক্তারা আরও বলেন, সায়েম সোবহান আনভীর একজন স্বনামধন্য ব্যবসায়ী। তরুণ সমাজ তাকে ফলো করে। তিনি আমাদের আইডল। তাকে দেখে আমরা ব্যবসা করতে উদ্বুদ্ধ হই। করোনা দুর্যোগের সময় বসুন্ধরা গ্রুপ গণমানুষের পাশে দাঁড়িয়েছিল। সায়েম সোবহান আনভীর দেশ ও তরুণ সমাজের অনুপ্রেরণা।
গুলশান এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন, মানিক মিয়া, জয়নাল আবেদীন, বাবু, হেলাল উদ্দিন বেপারী, সোলায়মান আকন্দ, মিলন হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এমএমআই