ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সোনাতলার পৌর মেয়র জাহাঙ্গীর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
সোনাতলার পৌর মেয়র জাহাঙ্গীর আটক মেয়র জাহাঙ্গীর

বগুড়া: বগুড়ার সোনাতলা পৌরসভার নব নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নুকে আটক করেছে পুলিশ। সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদ্দুজামান লিটনসহ চার নেতাকর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

এর আগে, রোববার (৭ নভেম্বর) রাতে তাকে ঢাকা থেকে আটক করা হয়।  

জানা যায়, গত ২ নভেম্বর সোনাতলা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম নান্নু। নৌকা মার্কার বিরুদ্ধে নির্বাচন করায় ভোটের আগের দিন ১ নভেম্বর জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় জাহাঙ্গীরকে। ভোটের পর দিন ৩ নভেম্বর নির্বাচন পরবর্তী সহিংসতায় মেয়রের কর্মীদের হাতে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মী ছুরিকাহত হয়। এ ঘটনায় জাহাঙ্গীর আলম নান্নুসহ ৩০ জনের নামে মামলা হয়।

পরে ওই রাতেই সোনাতলা থানা পুলিশ ৫ জনকে আটক করে। মেয়র জাহাঙ্গীর পালিয়ে ঢাকায় আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তার অবস্থান নিশ্চিত করে ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

ওসি রেজাউল করিম রেজা জানান, মেয়রের অবস্থান নিশ্চিত হয়ে ডিবি ও সোনাতলা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এখন পর্যন্ত এ মামলায় মোট ৬জন আসামিকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
কেইউএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।