জামালপুর: জামালপুরে আরজ উদ্দিন হত্যা মামলায় পুত্র রুকনুজ্জামান খোকনকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে জামালপুর সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ দণ্ডাদেশ দেন।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র বাংলানিউজকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১২ সালের ২২ আগস্ট আরজ উদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে তার ছেলে রুকনুজ্জামান। এ ঘটনায় আরজ উদ্দিনের স্ত্রী কমলা বেগম বাদী হয়ে ইসলাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্ত কর্যক্রম ও আদালতে ১২ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হয়।
এরপরই জামালপুরের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন মামলার একমাত্র আসামি রুকনুজ্জামানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
জেডএ