ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল সকাল বাসে বাড়তি ভাড়া নিয়ে যাত্রী ও ভাড়া আদায়কারীর (কন্ডাক্টর) সঙ্গে হুলস্থুলে ঘটনা ঘটে।
বাসের স্টাফ যাত্রীদের উদ্দেশে বলতে থাকেন এখনও বাড়তি ভাড়ার চার্ট হাতে পাইনি, তাই কিঞ্চিৎ বেশি নেওয়া হচ্ছে।
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে তিন দিন যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ ছিল। রোববার (৭ নভেম্বর) জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী এখন থেকে মহানগরীতে বাস যাত্রায় যাত্রীদের গুনতে সর্বনিম্ন ৮ টাকা এবং মিনিবাসের জন্য গুনতে হবে ১০ টাকা।
সোমবার (৮ নভেম্বর) পরিবহন নেতাদের সিদ্ধান্ত মেনে নিয়ে সকালেই চালকরা সড়কে বাস নামিয়ে যাত্রী নেওয়া শুরু করেন। এতে নির্ধারিত ভাড়ার থেকে সিদ্ধান্ত অনুযায়ী বাড়তি ভাড়া নিতে গিয়ে অনেক যাত্রীর সঙ্গে হুলুস্থুলু, কথাকাটি চলতেই থাকে স্টাফদের। রাজধানীর রামপুরা হয়ে গুলিস্তানগামী ভিক্টর ক্লাসিকের (ঢাকা মেট্রো-ব ১৩-০১২৭) কন্ডাক্টর ছামাদের সঙ্গে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের তুমুল বাক-বিতণ্ডা হয়। কন্ডাক্টর যাত্রীদের উচ্চস্বরে বলতে থাকে এখন ৫টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এতেই আপনারা চিল্লাচিল্লি করছেন। চার্ট এখনও হাতে পাইনি, সেটা পেলে ভাড়া আরও বেশি নেওয়া হতে পারে।
তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে বাসের অধিকাংশ যাত্রী বলে ওঠেন, নিতে থাকেন বাড়তি ভাড়া, চার্ট হাতে পেলে আরও বেশি নেবেন; কোন অসুবিধা নেই। কারণ দেশটা তো শুধু আপনাদের। যাত্রীদের এই কথায় কন্ডাক্টর ছামাদ প্রশ্ন ছুড়ে দিয়ে বলে আপনারা বেশি ভাড়া দিবেন কেন ? সরকারি আইন মানবেন না। যেটা সিদ্ধান্ত হয়েছে সেটাই দেবেন।
এছাড়া রাজধানীর প্রায় রাস্তায় বাসে বাড়তি ভাড়া নেওয়া কেবেকেন্দ্র করে হুলুস্থুল ঘটনা ঘটে। বাস যাত্রীরা অনেকেই বলতে শোনা যায়, সরকার যেহুতু ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে,সেটা তো জনগনে জন্য নয় পরিবহন সেক্টরের লাভের জন্য।
বাসযাত্রী ফরহাদ রেজা বলেন,বাড্ডা নতুন বাজার থেকে বাসে উঠি ,যাবো গুলিস্তান। আগের ভাড়া ছিল ৩০টাকা । আজকে ৫টাকা বেশি নেওয়া হয়েছে। বাস কন্টাকটার কাছে জানতে চাইলাম কোন হিসারে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এর উত্তরে সে বলে কিঞ্চিৎ বেশি বাড়া নেওয়া হচ্ছে নতুন চার্ট হাতে পেলে আরো বেশি নেওয়া হতে পারে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এজেডএস/এমএমজেড