ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় অস্ত্রসহ আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
সালথায় অস্ত্রসহ আটক ৮

ফ‌রিদপুর: আসন্ন ইউনিয়ন প‌রিষদ (ইউপি) নির্বাচন উপল‌ক্ষে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ক‌রে‌ছে পুলিশ। নির্বাচনে স‌হিংসতা রো‌ধে বিভিন্ন সম‌য়ে পুলিশের বিশেষ অভিযানে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় ৮জন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিন বলেন, আসন্ন ইউ‌নিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপ‌জেলার ৭৬ টি ভোট কে‌ন্দ্রের ম‌ধ্যে বেশ কিছু ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ র‌য়ে‌ছে। এসব এলাকায় নির্বাচনী স‌হিংসতা রো‌ধে সালথা থানার আওতাধীন বি‌ভিন্ন এলাকায় বি‌শেষ অভিযান প‌রিচালনা ক‌রে বে‌ত ও টি‌নের তৈরি ঢাল, সড়‌কি, কাতরা, টেটা, কা‌লি, চাপা‌তি, রামদা, ছেনদা, চাই‌নিজ কুড়াল, বাঁশ ও কা‌ঠের লা‌ঠিসহ প্রায় ৫ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার ক‌রা হয়েছে। দেশীয় অস্ত্র নিজ হেফাজ‌তে রাখা ও সরবারাহ করার অপরা‌ধে ৮ জন‌কে আটক ক‌রে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এই ঘটনায় সালথা থানায় আট‌টি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, সব ধরণের সহিংসতা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বাংলানিউজকে ব‌লেন, সালথা থানাধীন বি‌ভিন্ন এলাকায় অভিযান প‌রিচালনা ক‌রে ৫ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া এর সঙ্গে জ‌ড়িত থাকার অভিযোগে ৮ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। আটককৃত‌দের ফ‌রিদপুর আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।