রাজশাহী: রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের নির্দিষ্ট পোশাক থাকবে। এছাড়া নির্দিষ্ট রঙে রূপান্তর করতে হবে শহরের প্রতিটি অটোরিকশাও।
রাজশাহী সিটি করপোরেশন এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মুস্তাফিজ মিশু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশন এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু জানান, মহানগরে তিন আসন বিশিষ্ট চার্জার রিকশাও এক রঙের করতে হবে। অটোরিকশা-চার্জার রিকশা চালকদের সিটি করপোরেশন কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া পোশাক পড়ে রিকশা চালাতে হবে।
আগামী ১৪ নভেম্বর রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন নগর ভবন থেকে মহানগরে চলাচলকারী তিন আসন বিশিষ্ট চার্জার রিকশার নির্দিষ্ট রঙে রূপান্তর ও চালকের নির্দিষ্ট পোশাক পড়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
রাজশাহী রিকশার শহর। তাই যানজট নিয়ন্ত্রণ ও চলাচলে শৃঙ্খলা ফেরাতে নতুন এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এসএস/আরবি