ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নৌকাডুবির ৪ দিন পর নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
নৌকাডুবির ৪ দিন পর নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনার চারদিন পর নাছিমা বেগম (৩৫) নামে এক নিখোঁজ নারীর মরদেহ হাইমচর উপজেলার চরভৈরবী এলাকা থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম।

নাছিমা বেগম শরীয়তপুর জেলার সখিপুর থানার তারাবুনিয়া এলাকার সালেহ আহম্মেদ মাঝির স্ত্রী।

ওসি বলেন, আজ সকাল ১১টার দিকে চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে নীলকমল পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পরবর্তীতে ওই নারীর স্বজনদের খবর দিলে তারা এসে মরদেহ শনাক্ত করে।

নীল কমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হোসেন সরকার বলেন, মরদেহের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ প্রায় গলিত হওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি।

এর আগে গত শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে মেঘনা মোহনায় শরীয়তপুরের ডামুড্যা থেকে ছেড়ে আসা এমভি লামিয়া নামক লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ থাকে নাছিমা বেগম নামে এক নারী।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।