ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মশ্রী পুরস্কার পেলেন কাজী সাজ্জাদ আলী জহির

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
পদ্মশ্রী পুরস্কার পেলেন কাজী সাজ্জাদ আলী জহির

ঢাকা: ভারতের ‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির।

মঙ্গলবার (৯ নভেম্বর) ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কাজী সাজ্জাদ আলী জহিরের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেন।

কাজী সাজ্জাদ আলী জহির স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাব দেয়।  

প্রসঙ্গত, ভারত সরকার ২০২০ সালে প্রয়াত কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ ও স্কলার এনামুল হককে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। আর ২০২১ সালে কাজী সাজ্জাদ আলী জহির ও সঙ্গীতজ্ঞ সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়।

ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৮ ও ৯ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠানে এ পুরস্কার হস্তান্তর করেন।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।