ঝিনাইদহ: নিখোঁজের ১০ দিন পর মিজানুর রহমান মিঠু (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ নভেম্বর) সকালে পুলিশ যুগিপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে যুগিপাড়া গ্রামে মেহগনি বাগানে অর্ধগলিত মরদেহটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ১ নভেম্বর রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মিজানুর। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ৪ নভেম্বর শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না অন্য কিছু।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
আরএ