লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের ইউপি নির্বাচনী এলাকা থেকে একটি এলজিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, এক মেম্বার প্রার্থী ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য ওই যুবকদের ভাড়া করে এলাকায় নিয়ে আসে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসে। তারা পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দা বলে জানান তিনি।
জানা যায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) ২য় ধাপে ইউপি নির্বাচনে কমলনগরের চরলরেন্স, চরমার্টিন ও চরকাদিরা এবং রামগতির চরগাজী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। চরলরেন্স ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নের ইউপি সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
আরএ