ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মনে করেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি পুরোটাই যৌক্তিক। কেননা তেলের দাম শুধু বাংলাদেশে বাড়েনি।
বুধবার (১০ নভেম্বর) ক্রয়সংক্রান্ত কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, সরকার কখনোই রাফলি দাম বাড়ায় না। জনগণের কথা মাথায় রেখেই দাম বাড়ানো হয়। তবে অনেক সময় সেটা না করলে সরকারের আয় কমে যায়। সরকার তো টাকা প্রিন্ট করে না। আয় করেই ব্যয় করে। ফলে রাজস্ব আয় করতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম।
তিনি বলেন, অর্থমন্ত্রী হিসাবে আমারও দায়িত্ব আছে, আমাকে রাজস্ব যোগান দিতে হয়। রাজস্ব যোগান দিতে না পারলে প্রকল্প বাস্তবায়ন হবে না। আমরা পিছিয়ে যাবো, আমরা পিছিয়ে যেতে চাইনা। আমরা শেয়ারিংয়ের মাধ্যমে কাজটি করবো। আমরা শেয়ার করবো, সরকার যতক্ষণ পারবে বহন করবে, সরকার বহন না করতে পারলে আপনারা জানতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
জিসিজি/জেডএ