ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আগামী নির্বাচন বানচাল করতেই এ সাম্প্রদায়িক হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
আগামী নির্বাচন বানচাল করতেই এ সাম্প্রদায়িক হামলা

ঝালকাঠি: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে না হতে পারে, তারই একটি প্রক্রিয়ার অংশ হচ্ছে এ সাম্প্রদায়িক হামলা।  

বুধবার (১০ নভেম্বর) সকালে ঝালকাঠিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাট করছে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের চিহ্নিত করেছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।  

ঝালকাঠি জেলা প্রশাসকের সভা কক্ষে ধর্ম মন্ত্রণালয়ের ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প’ এ অনুষ্ঠানের আয়োজন করে।  

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, উপ-সচিব ও প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল শাহী, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ অনেকে।  

অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি ও সুধীজনরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।