মানিকগঞ্জ: দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) দুপুরের দিকে জেলার ঘিওর উপজেলার বৈকুণ্ঠপুর খাগ্রাটা আহমদীয়া দাখিল মাদরাসার আয়োজনে এ মানববন্ধনের আযোজন করা হয়।
এতে দাখিল মাদরাসার কয়েক শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর মানিকগঞ্জের অসংখ্য দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনা পয়সায় লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন। দেশে যে কোনো দুর্যোগের সময় মানবতার হাত বাড়িয়ে দেন তিনি। মহামারি করোনা পরিস্থিতিতেও কর্মহীন মানুষের কথা বিবেচনা করে তাদের খাদ্যসামগ্রী পাঠিয়েছেন। বসুন্ধরারে এমডিকে হত্যারচেষ্টার মূল পরিকল্পনাকারী সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল কবীর শারুনকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।
মাদরাসাটির সুপার মো. সোলায়মান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান মিঠু, ওই মাদরাসার পরিচালক আমজাদ হোসেন, সহকারী সুপার মহিদুর রহমান, আব্দুল হামিদসহ প্রমুখ।
বসুন্ধরার এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী জুমার নামাজের সময় গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়। অভিযোগটি তদন্ত করছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা হাসান মাসুদ। তিনি আদালতে অভিযুক্ত সাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানায়, পবিত্র জুমার নামাজ চলাকালে সায়েম সোবহান আনভীরকে গুলি করে হত্যার প্রস্তুতি ছিল তার। পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীর নির্দেশে হত্যার এ পরিকল্পনার কথা স্বীকার করেন তিনি।
এর আগে, দুধের মধ্যে বিষ মিশিয়ে এবং ছুরিকাঘাতে হত্যার ষড়যন্ত্র করেছিল সংঘবদ্ধ চক্রটি। তবে একাধিকবার চেষ্টা করেও সেসব পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয় তারা।
আরও পড়ুন:
বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: সাদের রিমান্ডের আদেশ বিকেলে
বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: তিনদিনের রিমান্ডে সাদ
বসুন্ধরার এমডিকে একাধিকবার হত্যাচেষ্টা, পটিয়ার যুবক আটক
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা, চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের নিন্দা
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার দাবি
শীর্ষ ব্যবসায়ীদের হত্যার পাঁয়তারা অর্থনীতি ধ্বংসের নীলনকশা
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: প্রতিবাদে মানববন্ধন
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা, খুলনার ব্যবসায়ী নেতাদের নিন্দা
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: দেশজুড়ে প্রতিবাদের ঝড়
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এসআরএস