ঢাকা: দলিত এবং সমতল ভূমির আদিবাসীদের ২০২১ সালের জনশুমারিতে অন্তর্ভুক্তির দাবি করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে সিরডাপ মিলনায়তনে ক্রিয়েটিভ মিডিয়া লি. এবং হেকস ইপার আয়োজিত এক আলোচনা সভা থেকে এ দাবি করেন।
গবেষক-অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, বাংলাদেশে একপেশে শ্রেণি সংগ্রাম চলছে, যারা ওপরে আছেন, শুধু তারাই সংগ্রাম করছেন, আরেকটা পাশ নাই, আপনারা যাদেরকে নিয়ে কথা বলছেন আদিবাসী ও দলিত সম্প্রদায়, ভূমিহীন নারী-পুরুষ সকলের সমন্বয়ে দলগত লড়াই সংগ্রাম ছাড়া আমরা এমন সেমিনার, সভা করতেই থাকবো, তারপর বাড়ি গিয়ে সব ভুলে যাব, এর চেয়ে বেশি কিছু হবে না।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ও ব্রান্ড অ্যাম্বাসেডর কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, আমাদের দেশের দলিত এবং অচ্ছুৎ বা আদিবাসী মানুষদের বিষয়ে লেখালেখি অনেক কম, তাই আমি আজকে খুব অপরাধবোধে ভুগছি। এখানে এসে সবার বক্তব্য শুনে মনে হচ্ছে কত হাবিজাবি বিষয় নিয়ে লিখেছি, আসল কাজতো করাই হয়নি। ভবিষ্যতে দলিত এবং অচ্ছুৎ বা আদিবাসী মানুষদের বিষয়ে লেখার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, আমাদের সমাজে যারা বঞ্চিত ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা আদিবাসী রয়েছে, তাদেরকে আমরা যত বেশি বিভিন্ন কর্মক্ষেত্রে সম্পৃক্ত করতে পারবো, ততোই তারা তাদের সংকটের উত্তরণ ঘটাবে।
সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসীরা এমনিতেই অবহেলিত-বঞ্চিত, সেখানে সমতলের আদিবাসীরা আরও বেশি অবহেলিত এবং বঞ্চিত। দলিত এবং সমতলের আদিবাসী জনশুমারিতে যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে যার যার অবস্থান থেকে জোরালোভাবে ভূমিকা রাখতে হবে।
অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, এসব অনুষ্ঠানে দলিত ও অধিবাসী প্রতিনিধি ছাড়া আমরা যতই আলোচনা করি লাভ হবে না। এসব অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। অধিবাসীদের কথা, তাদের নিজেদেরকেই বলতে দিতে হবে। গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দলিত এবং আদিবাসীদের কথা তুলে ধরার ব্যবস্থা করতে হবে। তাদের সমস্যা ও দাবি দাওয়া তারাই ভালো করে বলতে পারবে।
আলোচনা সভায় বক্তারা দলিত এবং আদিবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি তাদেরকে দেশের মূলধারার জনগণের সঙ্গে কর্মক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্রে সম্পৃক্ত করতে জনশুমারিতে তাদেরকে অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক এম এম আকাশ, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, অভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক এবং কলামিস্ট সুভাষ সিংহ রায়, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক রাসেদ আল মামুন।
আলোচনা সভাটি পরিচালনা করেন ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও সাংবাদিক সৈয়দ বোরহান কবীর।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১০ , ২০২১
আরকেআর/এসআইএস