টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে কুপিয়ে আহত করেছে সাইফুল ইসলাম নামে এক যুবক।
শুক্রবার (১২ নভেম্বর) সকালে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার সোহাগপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাইফুলের স্ত্রী সুমাইয়া আক্তার, শাশুড়ি নাছিমা বেগম ও শ্যালিকা শিশু আক্তার। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সুমাইয়ার অবস্থা আশঙ্কাজনক।
দেওহাটা ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব খান বলেন, এ ঘটনায় সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। কি কারণে তিনি তিনজনকে কুপিয়ে আহত করেছে তা এখনও জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনএইচআর