ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ ফাঁড়ির সামনে থেকে অপহৃত শিশু, খোঁজ নেই ৩ দিনেও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
পুলিশ ফাঁড়ির সামনে থেকে অপহৃত শিশু, খোঁজ নেই ৩ দিনেও অপহৃত শিশু সানজিদা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে থেকে অপহৃত শিশু সানজিদার (৩) তিনদিন পরও কোনো হদিস মেলেনি।

গত মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে ভুলতা তাঁতবাজার পুলিশ ফাঁড়ির ৫০০ গজ সামনে থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেল পর্যন্ত তার কোনো সংবাদ জানাতে পারেনি পুলিশ।

এদিকে শিশু সানজিদাকে না পেয়ে বাবা-মাসহ পরিবারের সদস্যরা পাগলের মতো হয়ে গেছে। সানজিদাকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সানজিদা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার সখিয়া গ্রামের বাছির উদ্দিনের মেয়ে।

বাবা বাছির উদ্দিন জানান, তারা অত্যন্ত গরীব। স্ত্রী রুমা আক্তার ও ৩ বছরের মেয়ে সানজিদাকে নিয়ে রূপগঞ্জের ভুলতা আব্দুল হক সুপার মার্কেটের পেছনে আশরাফ উদ্দিনের বাড়িতে বসবাস করেন। স্ত্রী রুমা ভুলতা পুলিশ ফাঁড়ির সামনের তাঁত বাজারে একটি এব্রোয়ডারি কারখানায় কাজ করে আর তিনি রিকশা চালান।   প্রতিদিনই মেয়ে সানজিদাকে সঙ্গে করে নিয়ে কাজে আসতেন রুমা। গত ৯ নভেম্বর বিকেল ৩টার দিকে তাঁতবাজার থেকে হঠাৎ সানজিদা নিখোঁজ হয়ে যায়। বাবা-মাসহ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।

পরে তাঁতবাজারে থাকা সিসি ক্যামেরার ফুটেজ ধরা পড়ে সানজিদাকে অপহরণ করা হয়েছে। একজন মুখোশ পড়া নারী সানজিদাকে জোরপূর্বক নিয়ে যায়।

এ ব্যাপারে সানজিদার মা রুমা আক্তার বাদী হয়ে রূগপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয় ভুলতা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মাহবুবুর রহমানকে। তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ঘটনার পর ৩ দিন অতিবাহিত হয়ে গেলেও এ ব্যপারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি কেন- জানতে চাইলে মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করার জন্য উপ-পরিদর্শক মিন্টু বৈদাকে দায়িত্ব দেয়া হয়েছে। মিন্টু বৈদার সঙ্গে যোগাযোগ করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, শিশুটিকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।