ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি দিল সিনথিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি দিল সিনথিয়া

নরসিংদী: রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় এসএসসি পরীক্ষা শুরু সিনথিয়া কবিরের। সব ঠিক থাকলে বাবার সঙ্গেই পরীক্ষার হলে যেতো সে।

কিন্তু তা আর হলো না, এর আগেই ফজরের নামাজের পর সিনথিয়ার বাবা হুমায়ুন কবির (৪৯) মৃত্যুবরণ করেছেন। বাবার লাশ বাড়িতে রেখে বুকে শোকের পাথর চাপা দিয়ে পরীক্ষা দিতে হয়েছে নিরুপায় সিনথিয়াকে।

নরসিংদীর পলাশ উপজেলার জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী সিনথিয়ার বাড়ি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পলাশ কুটিরপাড়ায়।

স্বজনরা জানান, রোববার ভোরে হুমায়ুন কবির হার্ট অ্যাটাক করে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বাবাকে হারানোর পর ভেঙে পড়লেও কাঁদতে কাঁদতে পরীক্ষার হলে গেছে সিনথিয়া। মেয়েকে মানুষ করার যে স্বপ্ন ছিল হুমায়ুন কবিরের, তা পূরণ করতেই স্বজনদের সান্ত্বনায় পরীক্ষা দিয়েছে সিনথিয়া।  

সিনথিয়া এসএসসি পরীক্ষা দিয়েছে ঘোড়াশালের ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে।  

এ কলেজর অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রিনা নাসরিন জানান, পরীক্ষার্থী সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। আমরা তাকে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দিতে। তবে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে। আমরা মনে করি, বিশেষ কোনো ব্যবস্থা ছাড়া সবার সঙ্গে পরীক্ষা দেওয়াই তার জন্য ভালো।  

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।