ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় বাসের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
ভেড়ামারায় বাসের ধাক্কায় যুবক নিহত প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে তানভীর আহম্মেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৪ নভেম্বর) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের যাত্রাী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

তানভীর কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকার গালস স্কুল পাড়ার ইকবাল হোসেনের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক কেন্দ্রে ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন।

ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, সকালে মোটরসাইকেলে করে রূপপুর যাচ্ছিলেন তানভীর আহম্মেদ। পথে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের যাত্রাী ছাউনির সামনে পৌঁছালে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী ফুলঝড়ি পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।