ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরে সাক্ষাতকালে তারা দুজন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসরত সৌদি নাগরিকদের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন এবং আইজিপিকে ধন্যবাদ জানান।  

এ সময় পুলিশ ও সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
পিএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।