ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৫ জনকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৫ জনকে কুপিয়ে জখম আহত চেয়ারম্যান বাবুল ফকির।

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।  

রোববার (১৪ নভেম্বর) রাতে শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের কাজীরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, শিবচর ইউনিয়নের কাজীরমোড় এলাকায় কর্মী সমর্থক ও ছেলে সুমন ফকিরকে নিয়ে ব্যক্তিগত কাজ করছিল শিবচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল ফকির। এ সময় তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলায় ইউপি চেয়ারম্যান বাবুল ফকিরসহ আহত হয় অন্তত ৫জন।

চেয়ারম্যান ও তার কর্মী-সমর্থকদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।  

এদিকে চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রাতেই উন্নত চিকিৎসার জন্য ইউপি চেয়ারম্যান ও তার ছেলে সুমনসহ ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।

ইউপি চেয়ারম্যান বাবুল ফকির বলেন, প্রতিপক্ষ রাসেল, আকবরসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্রসহ আমার ছেলের ওপর প্রথমে হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে ওরা আমার ওপরও হামলা চালায়। মারা গেছি ভেবে ওরা আমাকে ফেলে রেখে যায়। ওরা আমাদের একজনের দোকানও লুটপাট করেছে। আমার স্ত্রী ও বোনকেও মারধর করেছে। মোট ৫ জনকে ওরা কুপিয়েছে। ওরা সন্ত্রাসীবাহিনী। ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. রাকিব হোসেন জানান, হাসপাতালে ভর্তি হওয়া ৫ জনের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।  

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এলাকার আধিপত্য নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করে করেছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।