ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবি, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবি, আটক ৪

সিরাজগঞ্জ: প্রতারণার ফাঁদে ফেলে সিরাজগঞ্জের সলঙ্গার রঞ্জু সরকার (৪৩) নামে ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবী করা অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২-এর সদস্যরা।  

মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর উকিলপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় অপহৃত ভিকটিম রঞ্জু সরকারকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।  

আটকরা হলেন, সিরাজগঞ্জে পৌর এলাকার মিরপুর উত্তরপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৫), পুঠিয়াবাড়ীর আব্দুল লতিফের ছেলে মেহেদী হাসান (২৭), হোসেনপুরের আলী আশরাফের ছেলে আব্দুল জলিল (২৮) ও ধানবান্ধির মানিক শেখের মেয়ে উন্নতি খাতুন মিথিলা (২০)। উদ্ধার হওয়া রঞ্জু সরকার সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মৃত মেজবাহার সরকারের ছেলে।  

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২ এর অ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।  

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, হাটিকুমরুল গোলচত্বর এলাকার ফল ব্যবসায়ী রঞ্জু সরকার মঙ্গলবার সকালে দোকানের জন্য ফল কিনতে সিরাজগঞ্জ শহরে যান। এ সময় রঞ্জুর পূর্ব পরিচিত মিথিলা তাকে কৌশলে নিজের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে মেহেদী, জলিলদের সহায়তায় ভিকটিম রঞ্জু সরকারকে আটক ও মারপিট করে এবং ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন। এ বিষয়ে ভিকটিমকে উদ্ধারের জন্য পরিবারের পক্ষ থেকে র‌্যাবের কাছে একটি লিখিত আবেদন করা হয়। আবেদন পেয়ে মঙ্গলবার রাতে মাসুমপুর উকিলপাড়ায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও ওই চারজনকে আটক করা হয়।  

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে বিভিন্ন ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করে আসছিল।  এ ঘটনায় মামলা দায়েরের পর সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।