ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ দেখে মাদক ফেলে পালালেন সাবেক চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
পুলিশ দেখে মাদক ফেলে পালালেন সাবেক চেয়ারম্যান ...

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মাদক সেবনরত অবস্থায় ৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ দেখে মোটরসাইকেল ও মাদক ফেলে পালালো সাবেক রমনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠায় পুলিশ। মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নুর ই এলাহী তুহিনকে ১ নম্বর আসামি করা হয়েছে। জব্দকৃত দুটি মোটরসাইকেলের মধ্যে একটি তার।

আটকরা হলেন- রমনা মিস্ত্রী পাড়ার সোহেল রানা (৩০), জোড়গাছ নতুন বালাজান এলাকার মোখলেছুর রহমান (৪৬), মুদাফৎ থানা বেলের ভিটা এলাকার বদরুল আলম (৪৩) ও আশরুফুল ইসলাম (২৬), খড়খড়িয়া ভট্টপাড়ার চাঁন মিয়া (৪০), জোড়গাছ মন্ডলপাড়ার ফারুক মিয়া (৪০) ও পশ্চিম খড়খড়িয়া এলাকার হোসেন আলী (২৩)।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনগত মধ্যরাতে উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজারে গোপন সংবাদের ভিত্তিতে জনৈক হোসেন আলীর খাবারের দোকানে অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় ৭ জনকে আটক করা হয়। অভিযানকালে রমনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর ই এলাহী তুহিন ও আব্দুর রাজ্জাক নামে দুইজন পালিয়ে যায়। এ সময় গাঁজা সেবনের কলকী, ১০০ গ্রাম গাঁজা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।  

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে চিলমারী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।