ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।

আটক রতন পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যে ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার জেলখানার মোড় এলাকা থেকে ১৮০ পিস ইয়াবাসহ রতনকে আটক করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।