ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভাইকে গাড়ি থেকে নামিয়ে বোনকে অপহরণ করে ধর্ষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
ভাইকে গাড়ি থেকে নামিয়ে বোনকে অপহরণ করে ধর্ষণ প্রতীকী ছবি

সিলেট: সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন জাঙ্গাইল এলাকায় কৌশলে ভাইকে গাড়ি থেকে নামিয়ে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে (১৭) অপহরণের পর ধর্ষণ করেছে অটোরিকশা চালক। ঘটনার পর চালক বুদু মিয়া ওরফে মক্কু মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার বুদু মিয়া সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন মোকামবাড়ি (পাগলা) গ্রামের ফজলু মিয়ার ছেলে।

ওই তরুণীর ভাইয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় একটি অটোরিকশায় ওঠেন বাকপ্রতিবন্ধী তরুণী ও তার ভাই। ঘটনাস্থল জাঙ্গাইল সিএনজি পাম্পের কাছে যাওয়ার পর চালক অটোরিকশাটি নষ্টের অজুহাত দেখিয়ে তরুণীর ভাইকে নেমে গাড়িতে ধাক্কা দিতে বলে। তরুণীর ভাই সরল বিশ্বাসে গাড়ির পেছনে ধাক্কা দিতে গেলে চালক বুদু মিয়া তরুণীকে নিয়ে গাড়ি টান দিয়ে পালিয়ে যায়।

পরে তরুণীর ভাই ঘটনাটি এসএমপির জালালাবাদ থানার পুলিশকে অবগত করেন। তাৎক্ষণিক পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এরপর রাতে জাঙ্গাইল সিএনজি পাম্পের পাশের অন্ধকার স্থান থেকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর ওই তরুণী ইশারায় চালক বুদু মিয়া তাকে ধর্ষণ করেছে বলে পুলিশকে জানায়।

পাশবিক নির্যাতনের শিকার তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তির পর রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে ধর্ষক বুদু মিয়াকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে এসএসপির জালালাবাদ থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন। বুদু মিয়াকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।