ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম আরিফ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার এনার্জিপ্যাক নামে একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম আরিফ শেরপুর জেলার শ্রীপুর থানার দাকডাপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে এনার্জিপ্যাক কারখানায় কাজ করতেন।

এনার্জিপ্যাক কারখানার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, আমাদের এখানে বৈদ্যুতিক কাজগুলোই বেশি হয়। বিকেলে টেস্টিং সেকশনে কাজ করছিলেন শ্রমিক আরিফ। ওই সময় হয়ত দুর্ঘটনাবশত কোনো বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি স্পৃষ্ট হন। তাৎক্ষণিক আমরা তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ৯৯৯-এ ফোন পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।