ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় সমাহিত হলেন সাবেক প্রতিমন্ত্রী আফসার উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
কাপাসিয়ায় সমাহিত হলেন সাবেক প্রতিমন্ত্রী আফসার উদ্দিন ছবি: বাংলানিউজ

গাজীপুর: দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছোট ভাই এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আফসার উদ্দিন আহমদ খানের (৮১) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে নিজ গ্রাম কাপাসিয়ার দরদরিয়া এলাকায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার বড় ভাই ওয়ায়েজ উদ্দিন আহমদ খান’র কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে।

ভোররাতে ঢাকার নিজ বাসায় বাধ্যক্যজনিত অসুখে তিনি মারা যান।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আফসার উদ্দিন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুর-৪ আসন থেকে নির্বাচিত হন। ১৯৯৬ সালে ২৩ জুন প্রতিমন্ত্রী মনোনিত হন। তার চার বোন ও চার ভাই ছিলেন। তিনি ছিলেন সর্বকনিষ্ঠ।

ঢাকা সুপ্রীম কোর্টের সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী জানান, আফসার উদ্দিন ১৯৯৬ ঢাকা বারের সভাপতি ছিলেন। বুধবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার লক্ষীবাজার, সাড়ে ১০টায় ঢাকার জজকোর্ট এবং বেলা ১১টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সবশেষে বাদ আসর গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের নিজ গ্রাম দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ জানাযা নামাজের আগে সাংসদ সিমিন হোসেন রিমি ও তার ছোট ভাই সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজসহ অনেকেই নিহতের স্মৃতিচারণ করেন এবং সকলের কাছে দোয়া চান।

আফসার উদ্দিনের ভাতিজি ও গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি জানান, চাচা ১৯৮৯ সালে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১৯৮৭ সালে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

নিজ গ্রামের জানাযায় অংশ নিতে এবং তাকে শেষ বিদায় জানাতে সেখানে হাজারো মানুষের ঢল নামে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।