ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস গলিতে আটকে রাখে তারা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার নির্দেশনা থাকলেও তা নেওয়া হচ্ছে না। হাফ ভাড়া দিতে গেলে বাসের চালক ও সুপারভাইজাররা খারাপ ব্যবহার করেন। এজন্য গাড়ি আটকে রাখা হয়েছে।

তারা জানান, বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে। হাফ ভাড়া নেওয়ার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বাস ছাড়া হবে না।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা কলেজ শিক্ষক ও নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ সন্ধ্যায় পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে হাফ পাশের ব্যবস্থা করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।  পরে তারা কর্মসূচি শেষ করেন।

এ সময় আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হলে শনিবার ( ২০ নভেম্বর) থেকে ফের কর্মসূচী পালন করা হবে।

প্রসঙ্গত, সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও এ সময় কোনো ধরনের ভাঙচুরের ঘটনা ঘটায়নি শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসকেবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।