ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রোববার সেনানিবাসে সীমিত যান চলাচল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
রোববার সেনানিবাসে সীমিত যান চলাচল

ঢাকা: আগামী রোববার সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাস এলাকা দিয়ে চলাচলে বিধি-নিষেধের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাস এলাকা দিয়ে চলাচল না করার আহ্বান জানানো হয়।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (রোববার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ দিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সব ধরনের যানবাহন চালকদের সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করতে অনুরোধ করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে অবস্থিত স্কুলসমূহের কেন্দ্রে অংশগ্রহণকারী সব এসএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকদের বিকল্প রাস্তা ব্যবহার করে ওই দিন পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

সশস্ত্র বাহিনী দিবস বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের বিকেল তিনটার মধ্যে এবং অন্যান্য অতিথিদের বিকেল সাড়ে তিনটার মধ্যে উপস্থিত হতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।