ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘ফেনী পুলিশ যেমন চাই’ লিখবে-আঁকবে শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
‘ফেনী পুলিশ যেমন চাই’ লিখবে-আঁকবে শিক্ষার্থীরা মতবিনিময় সভা। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী জেলা পুলিশের উদ্যোগে ‘ফেনী পুলিশ যেমন চাই’ শীর্ষক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন।


এ উপলক্ষে জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, সালেহ উদ্দিন-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের সদস্য সচিব জালাল উদ্দিন পাপ্পু।

মতবিনিময় সভায় কর্মসূচির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) বদরুল আলম মোল্লা বলেন, তিন হাজার শব্দের মধ্যে রচনা লিখতে হবে।
এর মধ্যে ক- মাধ্যমিক বিভাগ (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) খ-উচ্চ মাধ্যমিক বিভাগ (একাদশ ও দ্বাদশ শ্রেণি) গ-উন্মুক্ত বিভাগ (ফেনী জেলার দেশে অবস্থানরত এবং সব প্রবাসী অধিবাসীরা)। চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রাইমারি বিভাগ (প্লে থেকে পঞ্চম শ্রেণি)।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগের আগে এমন উদ্যোগ চোখে পড়েনি। পুলিশ এমন কর্সসূচির ফলে পুলিশের ব্যাপারে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা তাদের চাহিদা লিখতে পারবে। আশা করছি, পুলিশ বিভাগ সে বিষয়গুলো মাথায় রেখে সেবার মান আরও বাড়বে।  
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশের কাছাকাছি নিতে চাই শিশুদের। এ কর্মসূচির মাধ্যমে উঠে আসবে ভবিষ্যতের পুলিশ কেমন চাই। এ কর্মসূচির মাধ্যমে পুলিশের বিষয়ে কমে আসবে ভয়-ভীতি।  

এ সময় তিনি আরও বলেন, পজিটিভ ইমেজ দিয়ে ফেনীকে ব্র্যান্ডিং করতে চাই।  

মতবিনিময় সভায় জানানো হয় ২৩ নভেম্বরের মধ্যে রচনা ও চিত্রাঙ্গন জমা দিতে হবে। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করবে সালেহ উদ্দিন-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশন। পুরস্কার দেওয়া হবে ৬ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।