ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিষ খেয়ে ‘প্রেমের পরীক্ষা’ দিলেন তরুণী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
বিষ খেয়ে ‘প্রেমের পরীক্ষা’ দিলেন তরুণী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকের আনা কেড়ির বড়ি খেয়ে রুনা আক্তার (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।  

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার ধরখার ইউনিয়ন রানীখার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুনা আখাউড়ার ধরখার ইউনিয়ন রানীখার গ্রামের আবু কাউসারের মেয়ে। তার প্রেমিক সৈয়দ মনির উদ্দিন একই এলাকার সৈয়দ রোকন উদ্দিনের ছেলে।  

প্রেমিক মনির উদ্দিনকে গ্রেফতার করে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রুনার সঙ্গে দীর্ঘদিন প্রেম করে তাকে বিয়ে করেছিলেন মনির। কয়েক মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। সম্প্রতি আবারো তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার সকালে রুনা প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় মনিরের সঙ্গে দেখা হয়। এ সময় দুইজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে রুনা তার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য মনিরকে বিষ আনতে বলেন। পরে মনির দোকান থেকে কেড়ির বড়ি এনে দেন রুনার হাতে দিলে রুনা সেই বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় অসুস্থ অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান মনির। পরে রুনার স্বজনরা হাসপাতাল থেকে মনিরকে আটক করেন। বিকেলে রুনার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রুনার মৃত্যুর ঘটনায় তার বাবা থানায় মামলা করেছেন। এ ঘটনায় মনিরকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।