ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার বাড়ৈগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- একই জেলার বেলাব উপজেলার হাড়িসাংগান গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. শাহআলম (২৩) ও একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আলাদিন সানি (২০)।  

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বিকেলে হাড়িসাংগান এলাকা থেকে তিনটি মোটরসাইকেলযোগে সাতজন বন্ধু কেনাকাটা করার জন্য শিবপুরে যাচ্ছিলেন। এর মধ্যে একটি মোটরসাইকেলে ছিলেন আলম, সানি ও শাওন নামে তিন বন্ধু। তারা সিঅ্যান্ডবি বাড়ৈগাঁও মাদরাসা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের  মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই আলম নিহত হন। গুরুতর আহতাবস্থায় দু’জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে সানির মৃত্যু হয়। আহত শাওনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া বাংলানিউজকে জানান, নিহত ওই দু’জনের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।