ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত সড়ক দুর্ঘটনা, নিহত, কুমিল্লা, বুড়িচং

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুল মজিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আবদুল জেলার চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, কোরপাই এলাকায় ওই মহাসড়ক পার হচ্ছিলেন আবদুল মজিদ। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।