ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ইয়াবা-আইসসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
বাড্ডায় ইয়াবা-আইসসহ আটক ২ ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ও এক গ্রাম আইসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলেন- আবুল কাশেম (৪৫), মতিন মিয়া (৪৪)।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) গোপণ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক রাজিব মিনা জানান, রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবা ও এক গ্রাম আইসসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
পিএম/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।