ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক ফাইল ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে ইমরান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান ফতুল্লা মডেল থানার কাশিপুর হাটখোলার চৌধুরীগাওয়ের মৃত সেন্টু মিয়ার পুত্র।

ঘটনাটি ঘটেছে ফতুল্লা থানার চর কাশিপুরস্থ ব্রিজ এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী ৮ মাস পূ্র্বে ফতুল্লা থানার বক্তাবলী এলাকায় বিয়ে করে। চলতি মাসের ৮ তারিখে গৃহবধূ তার নিজ পিত্রালয়ে বেড়াতে যায়। মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গৃহবধূ তার পিত্রালয় থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় চর কাশিপুরস্থ ব্রিজের সামনে পৌছালে গ্রেফতারকৃত ইমরান তার পথরোধ করে তার নানা প্রশ্ন করে।  

এক পর্যায়ে ওই গৃহবধূ গ্রেফতারকৃত ইমরানের মোবাইল ফোন দিয়ে তার স্বামীকে জানায় যে, সে চর কাশিপুর ব্রিজের সামনে আছে। পরে বাদী সেখানে গিয়ে স্ত্রীকে না পেয়ে খুঁজতে থাকে। পরে রাত দশটার তাকে ফোন করে জানানো হয় যে, তার স্ত্রীকে ট্রলারে তুলে দেয়া হয়েছে। পরে সে নদী ঘাটে গিয়ে তার স্ত্রীকে খুঁজে পায়। তখন তার স্ত্রী তাকে জানায় চর কাশিপুরস্থ ব্রিজের সামনে যাওয়া মাত্র গ্রেফতারকৃত ইমরান ও তার তিন সহোযোগি ফাইয়ান (২১), ইয়াসিন (৩০) ও রায়হান (২৫) তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, গৃহবধূ ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যেই ইমরান নামক এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহাত রয়েছে।   

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।