ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিকল ট্রাকে ধাক্কা, ছিটকে পড়ে মোটরসাইকেলআরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
বিকল ট্রাকে ধাক্কা, ছিটকে পড়ে মোটরসাইকেলআরোহীর মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিকল ট্রাকে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আব্বাছ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়বিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাছ আলীর বাড়ি উপজেলার সরচাপুর গ্রামে। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর দুই আরোহী  গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- একই গ্রামের রুহুল মুন্সি (৬০) ও আন্নাছ আলী (২৭)। তারা তাবলীগ জামাতের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, ওই তিনজন মোটরসাইকেলে করে হালুয়াঘাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে বড়বিলা নামক স্থানে এসে রাস্তায় বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে  মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্বাছ আলীর মৃত্যু হয়। এসময় আহত হন তার দুই সঙ্গী। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।