ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিসিকের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
সিসিকের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ওসমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রথম প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মেয়র আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন তৌফিক বক্স লিপন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাকে ভারপ্রাপ্ত মেয়র করা হয়েছে।

সিসিকের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ওমরাহ পালন করতে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সিলেট থেকে রওয়ানা হন। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে একটি ফ্লাইটে সৌদি আরবে যাচ্ছেন। আগামী ২৯ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

ওমরাহ যাওয়ার আগে মেয়র আরিফুল হক চৌধুরী নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন। যাতে যথাযথভাবে ওমরাহ পালন করে নগরবাসীর মধ্যে ফিরে আসতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন।

স্থানীয় সরকার বিভাগের বিধি অনুসারে সিসিকের প্যানেল মেয়র রয়েছেন তিনজন। গত ২০১৮ সালের ৭ নভেম্বর এ তিনজন সিসিকের মেয়র ও কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন। কাউন্সিলর তৌফিক বক্স লিপন ১৬ ভোট পেয়ে প্যানেল মেয়র-১ হন। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ ১৪ ভোট পেয়ে হন প্যানেল মেয়র-২।

কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি ও কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল সমান সংখ্যক ১৩টি করে ভোট পেয়েছিলেন। পরে লটারির মাধ্যমে এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন।

নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে পদাধিকার বলে প্যানেল মেয়র-১ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়ে থাকেন। কখনো কখনো এর ব্যত্যয়ও ঘটে। প্যানেল মেয়রদের মধ্য থেকে নিজের পছন্দের কাউকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে যান নির্বাচিত মেয়র।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।